দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান ও মধ্যপ্রদেশে শিশু মৃত্যুর (Children Deaths) ঘটনায় যে কাশির সিরাপকে (Cough Syrup Death) দায়ী করা হচ্ছিল, তার মধ্যে কোনও ভেজাল নেই বলে জানাল কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (CDSCO)।
সরকারি হাসপাতালগুলিতে সরবরাহ করা হয় এই জেনেরিক কাশি কমানোর ওষুধ (Cough Syrup) ডেক্সট্রোমেথরফ্যান হাইড্রোব্রোমাইড। শিশু মৃত্যুর অভিযোগের পর ওষুধটির নমুনা পরীক্ষা করে কেন্দ্রীয় সংস্থার দাবি, “এখনও পর্যন্ত কোনও ধরনের ভেজাল পাওয়া যায়নি। সিরাপ থেকে বিষক্রিয়ার অভিযোগও ভিত্তিহীন।”
#REL
সিরাপ খেয়ে অসুস্থ ডাক্তারও