দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছর মহালয়ার (Mahalaya) পর থেকেই শহরের পুজো মণ্ডপে (Durga Puja 2025) মানুষের ঢল নামে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আর এই ভিড়ের সঙ্গে তাল মিলিয়ে চলেছে বাইক-গাড়ির দৌরাত্ম্যও। তাই পুলিশের (Kolkata Police) কেস দেওয়ার তালিকাটাও লম্বা।
শহরের রাস্তায় দু’জনের জায়গায় তিন-চারজনের বাইকে ঘোরা (Triple Riding), হেলমেট (Helmet) ছাড়া বেরনো কিংবা গভীর রাতে বাইক রেস - সবই চলেছে একসঙ্গে। তবে পুলিশও বসে থাকেনি। কেসও দেওয়া হয়েছে হাজারে হাজারে।