দ্য ওয়াল ব্যুরো: বিয়ের (Wedding Day) দিনটা ছিল আরাধনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। কিন্তু শূন্যতা রয়ে গেল— কারণ ভাই অশীষকুমার আর নেই (Shahid Jawan)। অরুণাচল প্রদেশে দেশের জন্য লড়াই করতে গিয়ে শহিদ হয়েছেন তিনি (Soldiers Fulfil Role Of Brother)।
তবে বোনকে একা হতে দেননি অশীষের সহযোদ্ধারা। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমরৌর জেলার ভারলি গ্রামে বিয়ের আসরে হাজির হলেন শহিদ সেনার রেজিমেন্টের জওয়ানরা ও কিছু প্রাক্তন সেনা। আর মুহূর্তে তারা হয়ে উঠলেন আরাধনার ভাই।