দ্য ওয়াল ব্যুরো: পুজো কাটতে না কাটতেই রেলযাত্রীদের জন্য বড়সড় দুর্ভোগের খবর (Trains Canceled)। বর্ধমান-দুর্গাপুর শাখায় (Bardhaman-durgapur) শুরু হচ্ছে ইন্টারলকিংয়ের কাজ। তার জেরেই একটানা ১৮ দিন (18 consecutive days) বন্ধ থাকবে একাধিক দূরপাল্লার ট্রেন। শুক্রবারই (একাদশী) বিজ্ঞপ্তি দিয়ে এ ঘোষণা করেছে রেল।
৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই কাজ। ফলে, দীর্ঘ তালিকায় নাম উঠেছে জনপ্রিয় একাধিক এক্সপ্রেস ও মেমু ট্রেনের। যাত্রীদের অনেককেই হয় বিকল্প পথে যাত্রা করতে হবে, নয়তো বাতিল করতে হবে টিকিট।