দ্য ওয়াল ব্যুরো: দুর্গা পুজো (Durga Puja) শেষ হলেও উৎসবের রেশ এখনও অব্যাহত। প্রতিবারের মতো এবারও পুজোর পর শহরের বিভিন্ন পুজো কমিটির প্রতিমাকে নিয়ে কার্নিভালের (Red Road Crnival) আয়োজন করা হয়েছে। কার্নিভালকে ঘিরে রেড রোডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
২০১৬ সালের পর এবার সর্ববৃহৎ কার্নিভালের আয়োজন হতে চলেছে। এবারে ১১৩টি পুরস্কারজয়ী পুজো কমিটি অংশ নিচ্ছে এই মহা-উৎসবে। গত বছর অংশ নিয়েছিল ৮৯টি পুজো কমিটি, তার আগে ২০২২ ও ২০২৩ সালে প্রায় ১০০টি কমিটি এই উৎসবে সামিল হয়েছিল।
#REL