দ্য ওয়াল ব্যুরো: আলিপুরদুয়ার (Alipur Duar) ডিভিশনের সেবক-রংপো প্রকল্পের (Sevoke-Rongpo Route) আওতায় সেবক স্টেশনে ইয়ার্ড রি-মডেলিংয়ের কাজ চলায় আগামী সপ্তাহে বদল আসছে এনজেপি ও শিলিগুড়ি (NJP & Silliguri) জংশনের একাধিক ট্রেনের সময়সূচিতে। কিছু ট্রেনের রুটও সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, ৮ ও ৯ অক্টোবর প্রি-নন-ইন্টারলকিং এবং ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নন-ইন্টারলকিং কাজ চলবে। এই সময়ের মধ্যে বিভিন্ন লোকাল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও চলাচলে রদবদল হবে।
#REL
সময়সূচিতে পরিবর্তন