দ্য ওয়াল ব্যুরো: '...হঠাৎ দেখা
ভাবিনি সম্ভব হবে কোনও দিন'
বহু বছর পর দীপিকা আবারও মুখোমুখি 'প্রাক্তন' রণবীরের সঙ্গে। একসময় বলিউডের 'টক অফ দ্য টাউন' ছিল রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেম। যদিও সেই সম্পর্ক তিক্ততার সঙ্গে শেষ হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব তিক্ততা ভুলে এখন তাঁরা ব্যক্তিগত জীবনে বেশ ভালই আছেন সংসার আর কাজ নিয়ে।