দ্য ওয়াল ব্যুরো: হলোকাস্টের ভয়াবহতার (Haunting Holocaust Image) প্রতীক হয়ে থাকা একটি ছবির নাৎসি হত্যাকারীর পরিচয় অবশেষে সামনে আনলেন এক জার্মান ইতিহাসবিদ (AI Helps Identify Nazi Killer)। আর সেই কাজটিতে তাঁকে সাহায্য করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
ছবিটি ইতিহাসের অন্যতম মর্মস্পর্শী দলিল। যেখানে দেখা যাচ্ছে এক জার্মান সেনা বন্দুক তাক করে আছে হাঁটু গেড়ে বসা এক ইহুদি ব্যক্তির দিকে, পাশে পড়ে রয়েছে গুলিবিদ্ধ দেহের স্তূপ। ছবিটির নাম “দ্য লাস্ট জিউ ইন ভিনিতসা” (The Last Jew in Vinnitsa)।
কে ছিলেন সেই নাৎসি সেনা