দ্য ওয়াল ব্যুরো: গাজায় ফের ইজরায়েলের এয়ারস্ট্রাইক। শনিবার সেখানকার সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণা ও হামলা থামানোর আহ্বানের পরই নতুন করে এয়ারস্ট্রাইক করে ইসরায়েলি সেনা। এপর্যন্ত মৃত্যু হয়েছে সাত জনের। জখম একাধিক।
গাজা সিটির এক বাড়িতে বিমান হামলায় মৃত্যু হয়েছে চার জনের। দক্ষিণ গাজার খান ইউনিসে আরেকটি হামলায় প্রাণ যায় আরও দু’জনের। আরেক জায়গায় আরেকজনের মৃত্যু হয়েছে। মোট সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও প্রশাসন।
#REL