দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরশুমে পাহাড়ে (North Bengal) ফের ভয়াবহ দুর্ঘটনা (Accident)। শুক্রবার রাতে কালিম্পংয়ে (Kalimpong) ১০ নম্বর জাতীয় সড়কে খাদে পড়ে যায় একটি যাত্রিবাহী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের, আহত হয়েছেন তিনজন।
মৃতরা হলেন - কমল সুব্বা (৪৪), নীতা গুরুং (৫৮), জানুকা দোর্জি (৩৫) ও সামিরা সুব্বা (২০)। সকলেই গ্যাংটকের থার্ড মাইল এলাকার বাসিন্দা। আত্মীয়ের বাড়িতে আসার জন্য কালিম্পংয়ে গেছিলেন তাঁরা। আহত তিন জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#REL