দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া খুললেই তাকে প্রায়ই দেখা যায়। তার অনেক ভিডিও ভাইরাল হয়েছে আগেও। এবার আরও একটি ভিডিও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে, 'স্ত্রী ২' ছবির গানে আপন মনে নেচে চলেছে 'তোমাদের মেহু' (Tomader Mehu)। ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), রাজকুমার রাও (Rajkumar Rao) অভিনীত সিনেমা 'আয়ি নেহি...' গানে আপন মনে নেচে চলেছে মেহু। কখনও কোমর দোলাচ্ছে, আবার কখনও আয়নার সামনে নিজেকে দেখছে আর নেচে চলেছে। পায়ে রয়েছে ঝুমুর, যার আওয়াজে আরও স্নিগ্ধ হয়ে উঠছে দৃশ্যটা।
#REL