শুভম সেনগুপ্ত
১৯৫২ সালে মাত্র ২৩ বছর বয়সে আর্জেন্টিনার (Argentina) এক তরুণ চিকিৎসক পড়ুয়া পাড়ি দিয়েছিলেন মহাযাত্রায়। পুরনো নর্টন ৫০০ সিসি মোটরসাইকেল ‘লা পোদেরোসা ২’ তে চেপে দক্ষিণ আমেরিকার (South Africa) মরুভূমি, জঙ্গল আর পর্বত অতিক্রম করেছিলেন তিনি। যাত্রাপথে দেখেছিলেন দারিদ্র্য, শোষণ, আর বৈষম্যের নগ্ন রূপ। সেই অভিজ্ঞতাই এক তরুণ এরনেস্তো গেভারাকে রূপ দিয়েছিল বিশ্ববিপ্লবী ‘চে গেভারা’ (Che Guevara) হিসেবে।