দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো শেষ হলেও উৎসবের আমেজ এখনও বজায় রয়েছে কলকাতাজুড়ে। সেই আমেজকে আরও রঙিন করতে রবিবার অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল (Durga Puja Carnival)। শহরের রেড রোডে (Red Road) বসবে এই বর্ণাঢ্য আয়োজন। এবারের অনুষ্ঠানেও অংশ নিচ্ছে শহরের নামী-দামি ১০৬টি পুজো কমিটি। তাই আগামিকাল কার্নিভালের জায়গায় মোতায়েন করা হবে বিশাল পুলিশবাহিনী। বন্ধ থাকবে শহরের এই রাস্তা।
কার্নিভালের সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ আধিকারিকরা নজরদারি চালাবেন। খিদিরপুর রোড থেকে রেড রোড পর্যন্ত রাস্তা রবিবার বন্ধ থাকবে, যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে শহরের একাধিক এলাকায়।