দ্য ওয়াল ব্যুরো: চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গে অভিনেতা শাহরুখ খানের বন্ধুত্ব বলিউডে বহুল চর্চিত। করণ প্রায়শই শাহরুখকে তাঁর 'ভাই' বলে সম্বোধন করেন। সম্প্রতি শাহরুখের ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ছবি 'ব্যাডাস অফ বলিউড'-এ করণ জোহর অভিনয় করেছেন। এই প্রসঙ্গে একটি ইউটিউব চ্যানেলে আরিয়ান এবং শাহরুখের ব্যক্তিগত গুণাগুণ নিয়ে মুখ খুললেন করণ।
ইউটিউব চ্যানেল 'গেম চেঞ্জার্স'-এ কোমল নাহাতার সঙ্গে এক 'র্যাপিড ফায়ার' রাউন্ডে করণ জোহরকে শাহরুখ এবং আরিয়ানের মধ্যে একটি মিল এবং একটি অমিল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।
#REL