দ্য ওয়াল ব্যুরো: উত্তর-দক্ষিণ ভাসিয়ে অবশেষে বিদায় নিচ্ছে বর্ষা (Monsoon)। আলিপুর আবহাওয়া (Alipore) দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বা রবিবারের মধ্যেই বাংলা (WB Weather Update) থেকে বর্ষার বিদায় নেওয়ার সম্ভাবনা প্রবল। আপাতত দক্ষিণবঙ্গে (Kolkata Weather) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূলবর্তী এলাকায় কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তবে বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। উইকএন্ডে পুরোপুরি বিদায় নিতে পারে বর্ষা।