গার্গী দাস
দুর্গাপুজোর ছুটি কাটিয়ে শনি-রবিবার অনেকেরই বাড়ি ফেরার কথা ছিল। পুজো শেষ হতেই নিম্নচাপের ভ্রুকুটি, উত্তরবঙ্গে লাল সতর্কতাও জারি করে হাওয়া অফিস। শেষ কয়েকদিন টানা বৃষ্টি। শনিবার রাত থেকে বিপর্যয় বাড়তে থাকে। রবিবার ভোরের মধ্যে তছনছ হয়ে যায় উত্তরবঙ্গের বেশিরভাগ অংশ। নাগরাকাটায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, তিস্তা বইছে ১০ নং জাতীয় সড়ক দিয়ে। পেডং, ঋষিখোলা, উত্তর সিকিমের সঙ্গে শিলিগুড়ির সরাসরি যোগাযোগ বন্ধ।