দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টি আর ধারাবাহিক ধসে বিপর্যস্ত দার্জিলিং ও কালিম্পং পাহাড় (North Bengal)। শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত প্রশাসনের তৎপরতায় ধসকবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে শতাধিক পর্যটককে। যারা এখনও পাহাড়ে আটকে রয়েছেন, তাঁদের হোটেলে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি পর্যটকদের জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন ও হেল্প ডেস্ক।
এরই মধ্যে আটকে থাকা পর্যটকদের সুবিধার্থে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিল এনবিএসটিসি (NBSTC)। দুর্যোগের জন্য রবিবার এনবিএসটিসি চারটি অতিরিক্ত বাস নামিয়ে ছিল। সোমবার আরও ছয়টি নামানো হল।
#REL