দ্য ওয়াল ব্যুরো: সোমবার দুপুরে নাগরাকাটায় আক্রান্ত হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) এবং মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। কৌতূহলের বিষয় হল, গত দুদিনের বৃষ্টিতে নাগরাকাটায় কী ভয়াবহ পরিস্থিতি হয়েছিল যে শঙ্কররা সেখানে পরিদর্শনে যাচ্ছিলেন!
প্রকৃতির হঠাৎ তাণ্ডবে উত্তরবঙ্গের ডুয়ার্স কার্যত বিধ্বস্ত। প্রবল বৃষ্টি ও পাহাড়ি জলোচ্ছ্বাসে রাতারাতি ডুবে গেছে নাগরাকাটার বিস্তীর্ণ এলাকা। মৃত অন্তত ৫ জন, তাঁদের মধ্যে এক শিশু। আরও কয়েকজনের কোনও খোঁজ নেই। ভেসে গিয়েছে গ্রামীণ সড়ক ও সেতু, জলমগ্ন হয়ে পড়েছে শতাধিক বাড়িঘর।