সায়ন সাহা, শিলিগুড়ি
শিলিগুড়ির বেসরকারি হাসপাতাল থেকে বাড়ির পথে রওনা দিলেন খগেন মুর্মু। বিজেপি সূত্রে খবর, শনিবার খগেন মুর্মুকে নিয়ে যাওয়া হচ্ছে মালদহে তাঁর নিজের বাড়িতে। পরবর্তী চিকিৎসার জন্য আগামী সপ্তাহে তাঁকে নিয়ে যাওয়া হবে দিল্লি এইমসে।
গত পাঁচই অক্টোবর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গ। ৬ অক্টোবর বন্যা বিপর্যস্ত মানুষের খোঁজখবর নিতে নাগরাকাটায় গিয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানেই সাংসদ ও বিধায়কের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে।
#REL