দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি থামলেও এখনও স্বস্তি নেই উত্তরবঙ্গে (North Bengal)। জল নামেনি, কমেনি বিপদের আশঙ্কা। শনিবার নাগরাকাটার ত্রাণ শিবিরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) জানালেন, আপাতত আকাশ পরিষ্কার হলেও দুর্যোগ কেটেছে ভাবার কারণ নেই।
"আগামী দু’দিন ফের হাই টাইডের আশঙ্কা রয়েছে (High tide Fears)," জানিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, "নতুন করে একটা প্রাণও যেন না ঝরে যায়।" তাই সর্বস্তরে বাড়তি সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
#REL