দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের (Gujarat Factory) কচ্ছ জেলার পাডানার একটি কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দুই যুবকের (Migrant Worker, Nandigram)।
মৃতেরা হলেন কালীচরণপুরের প্রণব দিন্দা (২৫) এবং চন্দন দাস (২৯)। শনিবার কাজের সময়ে বয়লারে বিস্ফোরণ ঘটলে গুরুতর জখম হন ওই দুই শ্রমিক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। সোমবার তাঁদের মৃত্যুসংবাদ গ্রামের বাড়িতে পৌঁছনো মাত্রই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
#REL