দ্য ওয়াল ব্যুরো: ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর কড়া সতর্কবার্তার কয়েকদিনের মধ্যেই পাল্টা সুরে চড়ালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খওয়াজা আসিফ (Khawaja Asif)। তাঁর দাবি - একদিন ভারত তার নিজের যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের (Warplane Debris) নীচে চাপা পড়বে!
সাম্প্রতিক সময়ে একাধিকবার ভারতের (India) পক্ষ থেকে পাকিস্তানকে (Pakistan) পরপর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেনাপ্রধান থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং — সকলে পাকিস্তানকে সতর্ক করেছেন। আর সেই পরিপ্রেক্ষিতেই এখন পাল্টা এমন মন্তব্য করলেন পাকিস্তানের মন্ত্রী।