দ্য ওয়াল ব্যুরো: বিহারে ২৪৩টি বিধানসভা আসনে ভোট (Bihar Elections) হবে দুই দফায় - ৬ ও ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। সোমবার এই ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। এর পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আরও কিছু তথ্য দিয়েছেন যা আগামী দিনে সারা দেশজুড়ে ভোটে লাগু করা হবে।
জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এবার দেশজুড়ে ১৭টি নতুন উদ্যোগ (New Reforms) চালু হচ্ছে। এর লক্ষ্য - ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, আধুনিক এবং অংশগ্রহণমূলক করা।
নির্বাচন কমিশনের ১৭টি নতুন উদ্যোগ