দ্য ওয়াল ব্যুরো: ভারতের জনপ্রিয় ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার (Travel Influencer) অনুনয় সুদ (Anunay Sood) আর নেই। বৃহস্পতিবার সকালে তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয় এই সংক্রান্ত। পরিবারের তরফে মৃত্যুর খবর জানানো হয়েছে। বয়স হয়েছিল মাত্র ৩২ বছর।
পোস্টে লেখা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় অনুনয় সুদ আর আমাদের মধ্যে নেই। এই কঠিন সময়ে অনুগ্রহ করে পরিবারকে কিছুটা সময় ও গোপনীয়তা দিন।’ পোস্টে তাঁর বাসস্থানের আশপাশে ভিড় না জমানোর জন্যও অনুরোধ করা হয়।
#REL