দ্য ওয়াল ব্যুরো: এক অস্বাভাবিক আইনি পদক্ষেপ! বিচারপতি যশবন্ত বর্মা (Justice Yashwant Varma) নিজের পরিচয় গোপন রেখে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানিয়েছেন, যেখানে তিনি একটি তদন্ত কমিটির বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন— যারা তাঁর অপসারণের সুপারিশ করেছে।
সোমবারের জন্য সুপ্রিম কোর্টের কজলিস্টে মামলাটি তালিকাভুক্ত হয়েছে "এক্সএক্সএক্স বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া" নামে। এখানে ‘এক্সএক্সএক্স’ (XXX) আসলে বিচারপতি বর্মাকেই নির্দেশ করছে। তিনি আবেদন করেছেন, যাতে তাঁর নাম জনসমক্ষে প্রকাশ না পায় এবং পরিচয় গোপন রাখা হয়।