দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় ফের এক শিশুর মৃত্যু হল ‘কোলড্রিফ’ সিরাপ খেয়ে। কিডনি বিকল হয়ে যাওয়ায় ২৬ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিল সে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হল না। এর ফলে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫।
মৃতের নাম ধ্বনি দেহরিয়া, বয়স মাত্র দেড় বছর। ছিন্দওয়ারার তামিয়া এলাকার জুনাপানি গ্রামের বাসিন্দা ছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির দুই কিডনিই পুরোপুরি অকেজো হয়ে গেছিল। ধ্বনির প্রাথমিক চিকিৎসা করেছিলেন ডা. প্রবীন সোনি। তিনিই শিশুটিকে ওই কাফ সিরাপটি দেন। এই চিকিৎসক বর্তমানে পুলিশের জালে।
#REL