দ্য ওয়াল ব্যুরো: বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ ব্রত করবা চৌথ-এর দিনক্ষণ নিয়ে এই বছর বড়সড় বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকে ৯ অক্টোবর, আবার অনেকে ১০ অক্টোবর এই ব্রত পালনের কথা বলছেন। তবে, পঞ্জিকা ও জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুসারে, স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনার এই বিশেষ উপবাস পালিত হবে ১০ অক্টোবর, শুক্রবার।
প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে এই ব্রত পালিত হয়। উদয় তিথি এবং চন্দ্রোদয়ের গুরুত্ব বিবেচনা করে এই বছর ১০ অক্টোবরকে করবা চৌথের সঠিক দিন হিসেবে ধার্য করা হয়েছে।
#REL