সুমন বটব্যাল
এক রাতের মুষলধারে বৃষ্টিতেই বদলে গেছে উত্তরবঙ্গের (Disaster in the North Bengal) চেনা ছবি। পাহাড়-তরাই ডুয়ার্সে ধস, প্লাবন, ভেসে যাওয়া ঘরবাড়ির পাশাপাশি বড়সড় বিপর্যয় নেমে এসেছে বন্যপ্রাণের উপরও (Wild Life)। জলদাপাড়া, গরুমারা, বক্সা-উত্তরবঙ্গের গভীর জঙ্গলে এখন জলই একমাত্র বাস্তবতা। আর সেই জলে তলিয়ে যাচ্ছে হাতি, বাইসন, গণ্ডার, পাখি- বনাঞ্চলের বাসিন্দা, এক একটি প্রাণ।