দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয় (Encounter Breaks Out Between Police, Terrorists)। গুলির আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। দুপক্ষের সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভূস্বর্গ।
পুলিশ জানায়, গতকাল সন্দেহভাজন কয়েকজনের গতিবিধির খবর পেয়ে একটি দল তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেই সময় জঙ্গিরা আচমকা গুলি চালায়। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG)। রাজৌরির বীরণ্থুব (Beeranthub) এলাকায় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়।
#REL