দ্য ওয়াল ব্যুরো: অফিস থেকে ফেরার জন্য অ্যাপ বাইক বুক করেছিলেন জয়পুরের তরুণী আয়ুষী গুপ্তা। শুরুটা ছিল স্বাভাবিক, কিন্তু মাঝপথে গিয়ে ঘটল অদ্ভুত এক ঘটনা। বাইকের পেট্রল শেষ হয়ে যাওয়ায় চালক রাস্তার ধারেই গাড়ি থামিয়ে দিলেন (Ola driver fuel story)। এরপর যা ঘটল, তা শুধু সোশ্যাল মিডিয়ায় ভাইরালই নয়, অনেকের মনকেও ছুঁয়ে গেল।
লিংকডইনে একটি পোস্টে আয়ুষী জানান, সেই মুহূর্তে তাঁর সামনে দু’টি বিকল্প ছিল- এক, তিনি চাইলে রাইডটি শেষ করে আরেকটি ক্যাব বুক করতে পারতেন, অথবা চালকের সঙ্গে হেঁটে কাছের পেট্রল পাম্প পর্যন্ত যেতে পারতেন। সবদিক ভেবে তিনি দ্বিতীয় পথটিই বেছে নিলেন।