দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'ভাইজান' সলমন খান। আজ তাঁর কোটি কোটি ভক্ত। কিন্তু বলিউডের এই সুপারস্টারের ফিল্মি কেরিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। এক্কেবারে নতুন এবং অভিনয় না জানা একজন অভিনেতা থেকে নিজের চেষ্টায় তিনি কীভাবে সুপারস্টার হয়ে উঠলেন, সেই গল্প সম্প্রতি শোনালেন তাঁর প্রথম দিকের ছবি ‘বিবি হো তো অ্যায়সি’-এর পরিচালক জে. কে. বিহারী।
এক সাক্ষাৎকারে জে. কে. বিহারী জানান, সলমন প্রথম থেকেই তাঁর কাজ সম্পর্কে ভীষণ ওয়াকিবহাল এবং মনোযোগী ছিলেন। তিনি সবসময়ই শুটিং সেটে সময়ে চলে আসতেন এবং কঠোর পরিশ্রম করতেন। তবে একটি সমস্যা ছিল।
#REL