দ্য ওয়াল ব্যুরো: আবারও রাজ্যে (West Bengal) গ্রেফতার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangadeshi)। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের (Baruipur) চম্পাহাটির সোল গোয়ালিয়া এলাকা থেকে ধরা পড়েছে মহম্মদ সুজন মোল্লা নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে অবৈধভাবে বসিরহাট সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল সে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুয়ো পরিচয়ে (Fake Identity) বারুইপুরে বসবাস শুরু করে সুজন। অভিযোগ, স্থানীয় আলমগীর মোল্লাকে নিজের ‘বাবা’ হিসেবে দেখিয়ে আধার, ভোটার এবং প্যান কার্ড বানিয়ে নেয় সে। পুলিশের দাবি, এইসব নথি ব্যবহার করেই বছরের পর বছর প্রশাসনের চোখ এড়িয়ে ছিল অভিযুক্ত।