দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার পর এবার কেরল (Kerala)! ফের এক পুলিশের আত্মঘাতী হওয়ার ঘটনা (Kerala police suicide)। তবে এইবার উঠে এসেছে আরও কিছু বিস্ফোরক অভিযোগ, তাতেই তোলপাড় পুলিশ মহল।
চেরপুলাসেরি থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিনু থমাসের (৫২) আত্মহত্যার ঘটনায় নতুন করে সামনে এল নতুন তথ্য। ওই ঘটনায় ৩২ পাতার একটি সুইসাইড নোট (Kerala SHO suicide note) উদ্ধার হয়েছে, যেখানে এক শীর্ষ পুলিশ কর্তার বিরুদ্ধে যৌন শোষণ, ভয় দেখানো, মানসিক অত্যাচার এবং দীর্ঘদিনের নিপীড়নের অভিযোগ (DSP sexual exploitation allegation) তুলেছেন ওই স্টেশন অফিসার।
#REL