দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের তুমকুর জেলায় মঙ্গলবার পিকনিকের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। প্রায় ১৫ জনের একটি দল মারকোনাহল্লি বাঁধে বেড়াতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে সাতজন, মহিলা ও শিশু-সহ জলে নামেন। ঠিক তখনই বাঁধের সাইফন সিস্টেম হঠাৎ জল ছাড়তে শুরু করে, আর প্রবল স্রোতে সকলে ভেসে যান।
পুলিশ ও দমকল বিভাগের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। নবাজ নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করে আদিচুঞ্চনগিরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জানা যায়, তিনিও জলে নেমেছিলেন ওই মহিলা ও শিশুদের সঙ্গে।
#REL