দ্য ওয়াল ব্যুরো: গ্রহরত্ন আমদানি ও রফতানির আড়ালে বিদেশে কোটি কোটি টাকার হাওলা! এমনই গুরুতর আর্থিক তছরুপের অভিযোগে বুধবার সকালেই সল্টলেকের (Salt Lake) এক নামী গ্রহরত্ন বিক্রেতা এজেন্টের (Graharatna business) বাড়িতে হানা দিল ইডি (ED)।
সূত্রের খবর, সাড়ে তিনশো কোটি টাকারও বেশি বিদেশে পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
#REL