দ্য ওয়াল ব্যুরো: হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব (Hairstylist Jawed Habib) ও তার পরিবারের সদস্যদের নামে এবার লুকআউট নোটিস (Lookout notice) জারি করল উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh))। কোটি কোটি টাকার প্রতারণা মামলার (Multi crore scam case) পরিপ্রেক্ষিতে নতুন করে বিপদে খ্যাতিমান কেশশিল্পী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাবিবের ছেলে এবং আরও তিনজনের বিরুদ্ধে ইতিমধ্যেই ২০টি অভিযোগ দায়ের করা হয়েছে। তাতেই এই নোটিস।
#REL