দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবার বদলে ফেললেন নিজের সরকারি ইমেল আইডি (E-Mail ID)। বুধবার তিনি ঘোষণা করেন, এবার থেকে তাঁর অফিসিয়াল ইমেল আইডি হতে চলেছে দেশীয় সংস্থা জোহো কর্পোরেশনের ইমেল পরিষেবা Zoho Mail।
সমাজমাধ্যমে পোস্ট করে শাহ লেখেন, “সবাইকে জানাচ্ছি, আমি এখন Zoho Mail ব্যবহার করছি। অনুগ্রহ করে আমার নতুন ইমেল ঠিকানাটি নোট করুন।” তাঁর নতুন অফিসিয়াল ইমেল আইডি — [email protected]। তিনি জানান, ভবিষ্যতের যাবতীয় সরকারি যোগাযোগ এখন এই ইমেলেই করা যাবে।
দেশীয় সংস্থার পরিষেবা বেছে নিলেন শাহ