দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহ মানুষের জীবনে আলাদা প্রভাব ফেলে। বুদ্ধি, বিশ্লেষণ ও যুক্তির অধিপতি গ্রহ বুধ বিশেষভাবে আশীর্বাদ করেন দুটি রাশিকে — মিথুন ও কন্যা। এই দুই রাশির জাতক-জাতিকারা তাঁদের তীক্ষ্ণ মস্তিষ্ক, স্পষ্ট যুক্তি ও বাকচাতুর্যের জন্য অন্যদের থেকে স্বতন্ত্র।
বুধের প্রভাবেই এঁরা যেমন সহজে সিদ্ধান্ত নিতে পারেন, তেমনই জটিল আলোচনাতেও নিজেদের যুক্তি দিয়ে জয় ছিনিয়ে আনেন।
#REL
বুধ গ্রহের প্রভাব: যুক্তি ও যোগাযোগের প্রতীক