দ্য ওয়াল ব্যুরো: লাদাখের (Ladakh) শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনের মুখ সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) স্ত্রী গীতাঞ্জলি আঙমো (Gitanjali Angmo) জানিয়েছেন, তিনি স্বামীকে আটক করা সংক্রান্ত নথি পেয়েছেন এবং তা আদালতে চ্যালেঞ্জ জানাতে আইনি প্রস্তুতি শুরু করেছেন।
বুধবার গীতাঞ্জলি বলেন, পরিস্থিতি যাই হোক, সোনমের মানসিক জোর (Mental State) অটুট রয়েছে এবং লক্ষ্যেও তিনি অবিচল। পাশাপাশি তিনি এও জানান, আইনি পরামর্শদাতার সঙ্গে বারংবার আলোচনা করছেন তাঁরা যাতে দ্রুত তাঁর স্বামীকে বাইরে আনা যায়।