দ্য ওয়াল ব্যুরো: ভারত-মার্কিন সম্পর্ক (US India Relation) নতুন করে গড়ে তুলতে উদ্যোগী হলেন ১৯ জন মার্কিন কংগ্রেস সদস্য (US Lawmakers)। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) উদ্দেশ্য করে এক খোলা চিঠিতে তাঁরা ভারতের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব’ পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন।
চিঠিতে (Letter) স্বাক্ষর করেছেন একাধিক বিশিষ্ট ডেমোক্র্যাট নেতা (Democrate Leaders) ডেবোরাহ রস, রো খান্না, ব্র্যাড শারম্যান, সিডনি কামলাগার-ডোভ, রাজা কৃষ্ণমূর্তি ও প্রমিলা জয়পাল প্রমুখ। তবে কোনও রিপাবলিকান সদস্য (Republican Leaders) এই চিঠিতে সই করেননি।