দ্য ওয়াল ব্যুরো: ট্যুরিস্ট ব্যাগে করে গাঁজা পাচারের কৌশল (Canbies Recover)! তবে পাচারকারীদের পরিকল্পনা সফল হল না। সৌজন্যে, কর্তব্যরত জিআরপির (GRP) কড়া নজরদারি।
ঘটনাস্থল শিয়ালদহ মেন শাখার নৈহাটি স্টেশন (Naihati Rail Station)। স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা চার যুবক আচরণে সন্দেহ জাগে কর্তব্যরত জিআরপি (GRP) কর্মীদের। তল্লাশি করতে গিয়েই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, চারটি ট্যুরিস্ট ব্যাগে ভর্তি প্রায় এক কুইন্টাল (১০০ কেজি) গাঁজা! বাজারমূল্যে যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা।