দ্য ওয়াল ব্যুরো: চণ্ডীগড়ে আত্মঘাতী আইপিএস অফিসার (Haryana IPS suicide case) ওয়াই পূর্ণ কুমারের (Y Puran Kumar death) পরিবারের ন্যায়বিচারের দাবিতে গঠিত ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রাজ্য পুলিশপ্রধান শত্রুজিৎ কাপুরকে (Haryana DGP Shatrujeet Kapur) পদচ্যুত করার জন্য হরিয়ানা সরকার ও চণ্ডীগড় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছে সেই কমিটি।
২০০১ ব্যাচের অফিসার পূর্ণ কুমার ৭ অক্টোবর চণ্ডীগড়ের সেক্টর ১১-র বাড়িতে নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ।