দ্য ওয়াল ব্যুরো: পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed), যা 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) সময় বড় ক্ষতির মুখে পড়েছিল, এবার পুনরায় শক্তি অর্জনের চেষ্টা করছে। এর অংশ হিসেবে তারা প্রথমবারের মতো মহিলা শাখা গঠনের ঘোষণাও করে দিয়েছে।
'জামাত-উল-মোমিনাত' (Jamaat-ul-Mominaat) নামে এই নতুন শাখায় মহিলাদের নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে বায়াওয়ালপুরের মার্কাজ উসমান-ও-আলি থেকে। আগে জইশে মহিলারা কখনও অস্ত্র বা যুদ্ধে অংশগ্রহণ করত না, কিন্তু এবার কৌশলে পরিবর্তন আনা হয়েছে।