দ্য ওয়াল ব্যুরো: সাদা, হলুদ, কমলা বা যেকোনও রঙই হতে পারত গ্যাস সিলিন্ডারের। কিন্তু অধিকাংশ সিলিন্ডার লাল রঙেরই দেখা যায়। যা নিয়ে কৌতুহলের শেষ নেই। পাশাপাশি সিলিন্ডারের নীচে থাকা ছিদ্র নিয়েও প্রশ্ন থেকে যায়। এই ছিদ্র থাকার কারণ, কী বিশেষত্ব জানাবে দ্য ওয়াল।
যেকোনও সংস্থার এলপিজি সিলিন্ডার কিনুন। রঙে তারতম্য দেখা যাবে না। সব লাল। কেন হয় এমন? এটির কারণ খুবই সহজ, লাল রঙ উজ্জ্বল এবং বিপদের সঙ্কেত হিসেবে ব্যবহার করা হয়। ভরা গ্যাস সিলিন্ডার যে কোনও সময় দুর্ঘটনার কারণ হতে পারে, তাই দূর থেকেই চোখে পড়ার মতো উজ্জ্বল রঙই প্রাধান্য পায়।
#REL