দ্য ওয়াল ব্যুরো:কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (CM Siddaramaiah) আগামী ১৩ অক্টোবর মন্ত্রিসভা-সদস্যদের (Cabinet Members) সঙ্গে নৈশভোজের (Dinner Diplomacy) আয়োজন ঘিরে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই বৈঠক আসন্ন মন্ত্রিসভা রদবদলের ইঙ্গিত হতে পারে।
যদিও আপাতত কংগ্রেসের (Congress) তরফে জানানো হয়েছে, বিহার বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কর্নাটকে কোনও রদবদল হচ্ছে না। দলীয় সূত্রের খবর, নভেম্বর মাসে বিহার ভোট মিটলেই হাইকম্যান্ড রাজ্যের মন্ত্রিসভা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।