দ্য ওয়াল ব্যুরো: গোলপার্কের (Golpark) গড়িয়াহাট রোডের এক ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হল (decomposed body found from empty house) এক মধ্যবয়স্ক ব্যক্তির পচাগলা দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মনোতোষ কুণ্ডু। বয়স ৫৫।
যে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়, তারই নিচের তলায় দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতেন তিনি। জানা গিয়েছে, মনোতোষবাবু ওই বাড়িতেই একা থাকতেন।
#REL