দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের অক্টোবর মাস জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে এক অসাধারণ সময়। এই মাসে আকাশে গঠিত হচ্ছে পাঁচটি শক্তিশালী ধনযোগের বিরল সংযোগ October rare dhan yoga planetary conjunction 2025, যা বহু মানুষের জীবনে কর্মোন্নতি, অর্থলাভ এবং সমৃদ্ধির পথ খুলে দিতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর এমন এক মাহেন্দ্রক্ষণ উপস্থিত হচ্ছে, যা ব্যক্তিগত ভাগ্য এবং কর্মজীবনের গতি একেবারে পালটে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অক্টোবরের গ্রহের বিশেষ অবস্থা