দ্য ওয়াল ব্যুরো: সাইকেল নিয়ে ফেরত দেবে না কেন? সেই অশান্তির শুরু। তার জেরে গণপিটুনিতে (mob lynching) মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের (Sonarpur)। মৃতের নাম রঞ্জিত মণ্ডল (৩৫)। ঘটনায় গ্রেফতার হয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য (Trinamool panchayat member arrested) নারায়ণ রায়। তা নিয়ে এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।
সোনারপুর থানা এলাকার সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের শীতলা অঞ্চলে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, এক ব্যবসায়ীর সাইকেল নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বচসা। সেই সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়ও।
#REL