দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় পাশ দিয়ে চলে যাচ্ছে একের পর এক টোটো, বাইক। তাতে কোনও ভ্রুক্ষেপ নেই! বাইকে চেপে চার তরুণী সওয়ার টোটোর পিছু নিয়েছেন এক ব্যক্তি। প্যান্টের চেইন খোলা, গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Burdwan incident viral)।
ঘটনাটি এই রাজ্যেই ঘটেছে, বুধবার বিকেলে, বর্ধমান জেলার বিবেকানন্দ কলেজ মোড় এলাকায়। সাহস দেখিয়ে এই অশ্লীল আচরণের ভিডিও রেকর্ড করেন ওই চার তরুণীর একজন। সেই অভিযোগ সামনে আসায় উত্তাল বর্ধমান।
#REL