দ্য ওয়াল ব্যুরো: একচেটিয়া বলিউড তারকাদের চুলের স্টাইল (Hair Style) করতেন তিনি। দেশজোড়া জনপ্রিয়তা ছিল তাঁর। আর এখন কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত জাভেদ হাবিব (Jawed Habib)। সেলিব্রিটি জগৎ থেকে অপরাধের কাঠগড়ায় চলে এসেছেন তিনি। কিন্তু কেন এমন হল তাঁর সঙ্গে, কী এমন করলেন?
উত্তরপ্রদেশে ক্রিপ্টোকারেন্সি (Crypto Currency) ঘিরে এক অভূতপূর্ব জালিয়াতির ঘটনায় এই খ্যাতনামা হেয়ারস্টাইলিস্ট এখন খোদ অভিযুক্ত। তাঁর নামে রাজ্যে দায়ের হয়েছে ২৩টি এফআইআর, জারি হয়েছে লুকআউট নোটিসও (Lookout Notice)। অভিযোগ, হাবিব ও তাঁর ঘনিষ্ঠরা কয়েকশো বিনিয়োগকারীর কাছ থেকে কোটি টাকার প্রতারণা করেছেন।